চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৭০৬ কোটি টাকায়। গড় হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ৮ কোটি ৭৩ লাখ ডলার।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্সের মধ্যে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এপ্রিলের ২০ থেকে ২৬ তারিখে ৫৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার, ১৩ থেকে ১৯ এপ্রিল ৬৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার, ৬ থেকে ১২ এপ্রিল ৯৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার এবং এপ্রিলের প্রথম পাঁচ দিনে এসেছে ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া, গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে (প্রায় ২৬৪ কোটি ডলার) এবং দ্বিতীয় সর্বোচ্চ এসেছিল ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।
২০২৪ সালে সারাবছর মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। প্রতি মাসে রেমিট্যান্সের হিসাব ছিল এভাবে: জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।