পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি লাহোর কালান্দার্সের। প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে যাত্রা শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই চমক দেখিয়েছে দলটি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে জয়ের স্বাদ পায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।
পিএসএলে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বল করেন রিশাদ। ৩১ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। তার শিকার হন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল রুশোর, যিনি মাত্র ১৮ বলে ৪৪ রান করে দলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন। ইনিংসের নবম ওভারে তাকে বোল্ড করে লাহোরের জন্য স্বস্তির নিঃশ্বাস আনেন রিশাদ।
ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের সিওও ও মালিকপক্ষের প্রতিনিধি সামিন রানা রিশাদকে নিয়ে বলেন, “বাংলাদেশি ভাই রিশাদকে নিয়ে কী বলব! আমি মনে করি, রিশাদ একজন গেম চেঞ্জার। কোয়েটার বিপক্ষে ওর বল করা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের দলের বোলিং আক্রমণই যে এবারের পিএসএলের সেরা, সেটা সে প্রমাণ করে দিয়েছে।”
রিশাদের এই সাফল্য শুধু তার নিজের জন্যই নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও দারুণ ইতিবাচক বার্তা। তরুণ এই লেগস্পিনার সামনে আরও কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে অভিষেক ম্যাচেই যে আলো ছড়িয়েছেন, তাতে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায়।