আনসু ফাতির বার্সেলোনায় পেশাদার ক্যারিয়ারের সূচনা হয়েছিল একেবারে স্বপ্নময়ভাবে। লা মাসিয়া একাডেমির এই প্রতিভাবান তরুণ ফুটবলার দ্রুতই নজর কাড়েন ফুটবলপ্রেমীদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন ফাতি। একদিকে বারবারের ইনজুরি, অন্যদিকে নিজের অফফর্ম—সব মিলিয়ে ক্যারিয়ারে ছন্দপতন ঘটে তার।
বার্সা একাডেমির সাবেক পরিচালক জাভি মার্টিন মনে করেন, লিওনেল মেসির ১০ নম্বর জার্সি নেওয়াটাই ফাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছাড়েন মেসি এবং সেপ্টেম্বরেই সেই জার্সি নিজের কাঁধে তুলে নেন ফাতি। মার্টিনের ভাষায়, তখন ফাতির ১০ নম্বর জার্সি নেওয়ার সময় ছিল না। এতে করে নিজের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করে ফেলেন তিনি।
১০ নম্বর জার্সির প্রত্যাশা পূরণ তো দূরের কথা, এরপর থেকেই ফাতি বার্সার মূল একাদশে অনিয়মিত হয়ে পড়েন। ২০২৩ সালে তাকে ধারে ইংলিশ ক্লাব ব্রাইটনে পাঠানো হয়। চলতি মৌসুমে বার্সায় ফিরলেও ইনজুরির কারণে খেলতে পেরেছেন মাত্র ৯টি ম্যাচ, তাও ২০০ মিনিটেরও কম সময় মাঠে ছিলেন তিনি।
এই পরিস্থিতি প্রসঙ্গে মার্টিন বলেন, “ফাতির উচিত ছিল না তখন মেসির ১০ নম্বর জার্সি নেওয়া। আমি লা মাসিয়ায় থাকলে তাকে বলতাম, এখন নয়, পরে নিতে পারো। ফাতির নিজের প্রতি প্রত্যাশা ছিল অনেক বেশি, যা তাকে মানসিকভাবে চাপে ফেলে দেয়।”
ফাতির মতো প্রতিভাবান একজন খেলোয়াড়ের এমন অবস্থানকে হতাশাজনক বলেই মনে করেন বার্সা একাডেমির সাবেক এই পরিচালক।