ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত: ওমানি পররাষ্ট্রমন্ত্রী
ওমান জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ প্রথম দফার আলোচনা মাসকটে শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় মধ্যস্থতা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেন।
মূল আলোচ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। লক্ষ্য ছিল এমন একটি বাধ্যতামূলক চুক্তির পথে এগিয়ে যাওয়া, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
আলোচনার সময় দুই পক্ষ ওমানি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে উভয় পক্ষ আগামী সপ্তাহে পুনরায় আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়।
এদিকে একটি আঞ্চলিক সূত্র আশঙ্কা প্রকাশ করেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন এবং জনমত প্রভাবিত করার জন্য মন্তব্য করতে পারেন, যা মার্কিন আলোচক দলের সঙ্গে সমন্বিত নাও হতে পারে।
ওমানের এই উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও দুই বৈরী পক্ষকে আলোচনায় আনতে সক্ষম হয়েছে দেশটি।