ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বীর রামপুর শেখ বাজার মোড় এলাকায় একটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। নিহতদের একজন নারী, অন্যজন সিএনজি চালক, যার পরিচয় এখনো জানা যায়নি।
নিহত নিলুফার ও তার স্বামী রিপন মিয়া গাজীপুরের মাওনায় কর্মরত। তারা ছোট ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দিতে ত্রিশাল থেকে সিএনজি করে গৌরীপুরের বাড়ি যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের সিএনজিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান নিলুফার ও চালক।
এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।