পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতা ও তার ভগ্নিপতিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের মহিষাদি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওমালার শ্রমিকদল নেতা হান্নান হাওলাদারের সঙ্গে মফিজ হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফুটবল খেলার একটি বিষয়কে কেন্দ্র করে বুধবার হান্নানের অনুসারীরা মফিজকে মারধর করে। এ ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার মফিজ হাওলাদারের স্ত্রীর বড় ভাই এবং কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মুন্সি দলবল নিয়ে হান্নানের বাড়িতে যান।
তবে সেখানে গেলে জহির মুন্সি ও মফিজ হাওলাদার স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। একপর্যায়ে তাদেরকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে জহির মুন্সি (৬০), তার ছেলে মো. তানভীর (২৯) ও কর্পূরকাঠী গ্রামের মো. ফকরুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কবির হোসেন কিবরিয়াকে (৪৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মফিজ হাওলাদার জানান, তার ওপর হামলার কারণ জানতে তার আত্মীয়স্বজন হান্নানের বাড়িতে গেলে তারা হামলার শিকার হন। অন্যদিকে হান্নান হাওলাদার ও তার আত্মীয় কবির হোসেন অভিযোগ করেন, মফিজ ভাড়াটে লোকজন এনে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এলাকাবাসী তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।