নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে ফিল্ডিং নেয় থাইল্যান্ড, আর সেই সুযোগে ব্যাট হাতে রেকর্ড গড়ে বাংলাদেশ। ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা, যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের সর্বোচ্চ দলীয় স্কোর।
ইনিংসের মূল নায়িকা নিঃসন্দেহে নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে ঝলমলে ইনিংস খেলে তিনি প্রথমবারের মতো ছুঁয়েছেন ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক। ৮০ বলে ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায় তিনি তুলে নেন ১০১ রানের চমৎকার ইনিংস। তার ব্যাটিং ছিল আত্মবিশ্বাসে ভরপুর ও দৃষ্টিনন্দন।
নিগারের সঙ্গে দারুণ জুটি গড়ে ব্যাটিংয়ে সমানভাবে দ্যুতি ছড়ান শারমিন আক্তার। দুর্ভাগ্যবশত ইনিংসের শেষে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১২৬ বল খেলে ১১টি বাউন্ডারিতে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন শারমিন। যদিও তিন অঙ্ক ছুঁতে না পারার আক্ষেপ থাকবে, তবে তার অবদান ছিল দলের স্কোর গঠনে অপরিসীম।
তৃতীয় ব্যাটার হিসেবে ফারজানা হকও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। ৮২ বলে ৪টি চারে ৫৩ রান করে দলের রানের চাকাকে গতি দেন তিনিও।
থাইল্যান্ডের বোলারদের মধ্যে ফান্নিতা, থিপাচা ও কামচোম্ফু প্রত্যেকে একটি করে উইকেট নেন। তবে বাংলাদেশ ব্যাটারদের সামনে তেমন একটা পাত্তা পায়নি তারা।
এদিনের ২৭১ রানের সংগ্রহ শুধু ম্যাচেই নয়, বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল। এই জয়মুখী সূচনা দলকে বাছাই পর্বে আত্মবিশ্বাসের এক বড় দোলায় উঠিয়ে দিয়েছে।