বঙ্গোপসাগরে ২১৪ রোহিঙ্গাসহ মালয়েশিয়াগামী ট্রলার আটক করল নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’ আটক করেছে, যাতে ছিল মিয়ানমারের বাস্তুচ্যুত ২১৪ জন নাগরিক। মঙ্গলবার টহলরত অবস্থায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ এ অভিযান চালায় বলে জানিয়েছে আইএসপিআর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওইসব ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটিকে চিহ্নিত করে ‘বানৌজা দুর্জয়’ এবং তাৎক্ষণিকভাবে নৌকাটির গতিপথ রোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির সময় পাওয়া যায় ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু। নৌকাটির যাত্রা শুরু হয়েছিল ৮ এপ্রিল রাত দুইটায়, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে। এরপর নৌকা এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সের কাছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, যাত্রার সময় নৌকাটিতে ছিল না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি বা নিরাপত্তা সরঞ্জাম। এ ধরনের অব্যবস্থা একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছিল। তবে বাংলাদেশ নৌবাহিনীর দ্রুত এবং দক্ষ পদক্ষেপে সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দেশের জলসীমার নিরাপত্তায় এবং সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।