সেনা সদস্যদের রক্তদানে বাঁচল মা ও যমজ নবজাতকের জীবন
মাগুরা সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মানবিক পদক্ষেপে নতুন জীবন ফিরে পেয়েছেন এক প্রসূতি নারী এবং তার সদ্যোজাত যমজ সন্তান।
মঙ্গলবার, বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়—মো. সজিব হুসাইন নামের এক ব্যক্তি সেনা ক্যাম্পে এসে জানান, তার স্ত্রীকে জরুরি অস্ত্রোপচারের জন্য দুটি রক্তের ব্যাগ প্রয়োজন, যা রাতভর চেষ্টা করেও তিনি সংগ্রহ করতে পারেননি।
এই খবর পাওয়ার পরপরই মাগুরা সদর ক্যাম্পের সেনা সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। একটি টহল দলের সঙ্গে দুইজন স্বেচ্ছাসেবী সেনা সদস্য দ্রুত হাসপাতালে ছুটে যান এবং রক্তদান করেন। তাদের এই তৎপরতায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং জন্ম নেয় দুটি সুস্থ ছেলে সন্তান। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, শুধু দেশের নিরাপত্তাই নয়, মানবতার সেবাতেও বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকে। তাদের এই উদ্যোগই প্রমাণ করে যে, দুঃসময়ে সেনাবাহিনী এক নির্ভরতার প্রতীক।