জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি ঢাকা শহরে এক বিশাল বিক্ষোভের ডাক দিয়েছেন। সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন।
ভিডিওতে আজহারি জানান, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে গাজায় চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক ব্যাপক বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) এই বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। ইনশাআল্লাহ, আমি নিজে এতে সরাসরি উপস্থিত থাকব। সকলকে দলে দলে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
আজহারি আরও বলেন, মানবতা, ন্যায় এবং গাজার নির্যাতিত জনগণের পক্ষে এই প্রতিবাদে সবাইকে—ধর্ম, দল, মত, পেশা নির্বিশেষে—যোগ দেওয়ার আহ্বান জানাই।