সোমবার ইয়েমেনে নতুন করে চালানো মার্কিন বিমান হামলায় প্রাণ হারিয়েছেন চারজন এবং আহত হয়েছেন আরও ২৫ জন।
আল-মাসিরা সংবাদমাধ্যম জানিয়েছে, সানার জাবাল আল-আসওয়াদ এলাকায় মার্কিন যুদ্ধবিমান তিনটি পৃথক হামলা চালায়।
স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত ২৫ জনের মধ্যে ১১ জন নারী ও শিশু রয়েছে।
এছাড়া, এই হামলার ধারাবাহিকতায় মার্কিন বাহিনী হাজ্জাহ এবং সা’দা প্রদেশেও আরও তিনটি বিমান হামলা চালিয়েছে বলে ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: মেহের নিউজ