ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে উত্তাল ছাত্র-জনতা, আলআকসা রক্ষায় জোর দাবি
ফিলিস্তিনে চলমান নির্মম হত্যাযজ্ঞ ও আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যশোরের শিক্ষার্থী ও জনতা। আলআকসা মসজিদ রক্ষায় এবং নিরীহ মানুষের উপর হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার বেলা ১১টা থেকে দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও এক প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে শিক্ষার্থী, সমাজকর্মী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে অংশ নেন। “ফ্রি প্যালেস্টাইন”, “গণহত্যা বন্ধ কর”, “ইসরাইল নিপাত যাক”—এই সব স্লোগানে মুখর ছিল পুরো শহর।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মিক অংশ। সেখানে হামলা চালিয়ে গোটা মুসলিম জাতিকেই আঘাত করা হচ্ছে। তারা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, যেন এই অমানবিকতা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু আলআকসা মসজিদ এখন ইসরাইলি আগ্রাসনের লক্ষ্যবস্তু। এই পবিত্র স্থানে চালানো হামলা নিছক সহিংসতা নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করে এই গণহত্যা থামাতে হবে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান ও লেখক-গবেষক বেনজীন খানসহ অনেকে বক্তব্য রাখেন।