অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশে দিনাজপুরে সোমবার অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ ও কর্মসূচি।
সকাল ১০টা থেকেই দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকেন ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। দুপুর ১২টায় ‘দিনাজপুরের সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে সেখান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
প্রখর রোদ উপেক্ষা করে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে শহরজুড়ে মুখরিত করে তোলেন। মিছিলটি দিনাজপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বড় ময়দানে ফিরে গিয়ে শেষ হয়।
এদিকে ‘নো স্কুল, নো ওয়ার্ক’ কর্মসূচির আওতায় দিনাজপুর সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে।
এই কর্মসূচিগুলোর মাধ্যমে দিনাজপুরবাসী গাজাবাসীর প্রতি তাদের সহমর্মিতা ও সংহতি জানানোর শক্তিশালী বার্তা দেয়।