ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশের ৭০ জনেরও বেশি তীর্থযাত্রী ছিলেন। রোববার (৬ এপ্রিল) সকালে উত্তরচক এলাকায় বাসটি উল্টে গেলে একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। খবরটি জানিয়েছে ওড়িশা টিভি।
নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি তীর্থযাত্রীরা বাসে করে পুরির উদ্দেশে রওনা দিয়েছিলেন। এর আগে তারা কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন। বেশিরভাগ যাত্রীই ছিলেন ইসকন মায়াপুর কেন্দ্রের সদস্য।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ক্যাপিটাল হাসপাতালে।
ভারত দুর্ঘটনা