মিয়ানমারে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু শুক্রবারই চিকিৎসা পেয়েছেন ১৫০ জন। এদের মধ্যে দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে এবং একটি অর্থোপেডিক সার্জারিতে অংশ নেন বাংলাদেশি সার্জনরা।
আইএসপিআর জানায়, ২৮ মার্চের ভূমিকম্পের পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমারে পাঠানো হয়। এই মানবিক সহায়তা কার্যক্রম এখনো চলমান।
শুক্রবার ১০০০ শয্যার জেনারেল হাসপাতাল, ৫০ শয্যার যবুথিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যার লি ওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিন মিয়ানমার ফায়ার সার্ভিসের ধসে পড়া ভবনও পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।
শনিবার সরকারি কিছু ভবনে ক্লিয়ারিং অপারেশন চালানো হবে। পুরো কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।