জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দুমকি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবদুল জলিল (৫০) ও তার ছেলে শফিকুল ইসলাম ইমরান (২৩), যারা বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শফিকুল ইসলাম ইমরান অভিযোগ করেন, বাড়ির সামনে দিয়ে টমটমে লাকড়ি নেওয়া নিয়ে প্রতিবেশী হান্নান মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। জমিজমা নিয়ে আগের থেকেই বিরোধ থাকায় তার ফুফাতো বোন আসমা আক্তার হান্নান মিয়াকে তাকে আক্রমণের নির্দেশ দেন বলে অভিযোগ। এরপর আসমার বাবা তৌহিদ জোমাদ্দার দেশীয় অস্ত্র দিয়ে শফিকুলের ওপর হামলা চালান, আর আসমা ও তার ছোট বোন কলি আক্তার শফিকুলের বাবা আবদুল জলিলকে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শফিকুল আরও জানান, তার ফুপুর জমি বিক্রি হয়ে গেলেও, আসমার স্বামী ও স্থানীয় কৃষক লীগ নেতা রেজাউল ইসলাম চান মিয়া ২০২৩ সালে জবরদখল করে তাদের জায়গায় ঘর তোলেন, যা বিরোধের মূল কারণ।
অন্যদিকে, অভিযুক্ত তৌহিদ জোমাদ্দার ও তার মেয়ে আসমা আক্তার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, তারা ঘটনা সম্পর্কে অবগত এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।