শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের টানা নয় দিনের ছুটি ৫ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ে ডিজিটাল ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু থাকবে। শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় সরকারি ও কিছু বেসরকারি ব্যাংকের শাখা খোলা থাকলেও, আজ রবিবার থেকে সব ব্যাংক বন্ধ থাকবে। তবে বন্দর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা, বন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী, আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে খোলা থাকবে।
এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে ঈদের ছুটিতে। গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ দিয়েছে। অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা যেন সার্বক্ষণিক সচল থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি এটিএম বুথের নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। যদি কোনো সাইবার হামলার আশঙ্কা থাকে, তবে সঙ্গে সঙ্গে গ্রাহকদের সতর্ক করতে বলা হয়েছে। এছাড়া, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তোলার সীমাও বাড়ানো হয়েছে।
৬ এপ্রিল থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হবে এবং তখন থেকে সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন।
ঈদ ব্যাংক