সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর সুপ্রিমকোর্ট এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
খবরে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশ দুটিতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।
ইন্দোনেশিয়ায় শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিও সোমবার ৩১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। একই দিন ব্রুনাইয়েও ঈদ হবে, যদিও দেশটিতে এবারের রোজা ২৯টি সম্পন্ন হবে।
অস্ট্রেলিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির ফতোয়া পরিষদের ঘোষণায় জানানো হয়েছে, সোমবার সেখানে ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশে রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে রোববার চাঁদ দেখা যাবে এবং সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
কেন্দ্রটি তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্টে উল্লেখ করেছে, ‘বাংলাদেশে সোমবার, ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। সেখানে সূর্যাস্ত হয়ে গেছে এবং শনিবার ২৮ রমজান। রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’