মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, এ বছর দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ, সোমবার। এর ফলে, মালয়েশিয়ার মুসলিমরা এবার ৩০টি রোজা সম্পন্ন করবেন। দেশটি আশা করছে, আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
একইভাবে, ব্রুনাইও ঘোষণা দিয়েছে যে, তাদের দেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে।
অস্ট্রেলিয়া ছিল ঈদের দিন নির্ধারণ করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। দেশটির ফতোয়া পরিষদ আজ শনিবার জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হবে আগামী সোমবার। ভৌগলিক কারণে অস্ট্রেলিয়া সাধারণত সবার আগে রমজান ও ঈদের ঘোষণা দেয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি, দেশটি ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দিয়েছিল এবং সেখানে ৩০টি রোজা পালন করা হয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার ৮৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে।
ঈদ