পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের স্রোত অব্যাহত রয়েছে। সাধারণত ঈদের আগে মহাসড়কে যানজট নিত্যসঙ্গী হলেও এবার পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক। লম্বা ছুটির কারণে অনেকেই আগেভাগে বাড়ি ফেরায় মহাসড়কে যানবাহনের চাপ কম। এই সুযোগে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক।
শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘুরে দেখা গেছে, আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত গণপরিবহণের সংখ্যা বেশ কম। ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও ইজিবাইকের আধিপত্য চোখে পড়ার মতো। পণ্যবাহী যানবাহন মাঝে মাঝে চললেও সড়কের নিয়ন্ত্রণ মূলত অটোরিকশার হাতে। একই অবস্থা টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কেও।
যাত্রীরা অভিযোগ করেছেন, গণপরিবহণের সংকটের সুযোগ নিয়ে অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য টঙ্গীর মিলগেটে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘রাস্তা প্রায় ফাঁকা, কিন্তু বাস পাচ্ছি না। কিভাবে বাড়ি ফিরব বুঝতে পারছি না।’
নরসিংদীগামী একটি বাসের চালক জাকির হোসেন জানান, ‘অনেকেই আগেভাগে চলে যাওয়ায় এখন যাত্রীসংখ্যা কম। তাই বাসও কম চলছে।’
এ প্রসঙ্গে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার রয়েছে। পাশাপাশি ছুটির কারণে মানুষও কমে গেছে, ফলে যানজট হওয়ার সম্ভাবনা নেই।’
এদিকে, টঙ্গীতে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো. জাফর উল্লাহ জানান, ‘সড়ক প্রায় ফাঁকা। কিছু গার্মেন্টস দুপুরের মধ্যে ছুটি হয়ে গেলে পুরো এলাকা একদম ফাঁকা হয়ে যাবে।’
টঙ্গী ,মহাসড়ক ,অটোরিকশা।