ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজয়ের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে। দক্ষিণ আমেরিকার গ্রুপে তারা বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও, ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ এখনো রয়েছে।
৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব গ্রহণ করেন। ক্লাব পর্যায়ে দীর্ঘ কোচিং অভিজ্ঞতা থাকলেও, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি ১৬টি ম্যাচ পরিচালনা করেন, যার মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে পরাজয় হয়। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে ব্রাজিল ১-০ ব্যবধানে জয় পায়।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে বড় পরাজয়ের পর তারা নতুন কোচ খুঁজতে কাজ শুরু করেছে। দরিভালের বিদায়ের পর, সম্ভাব্য নতুন কোচ হিসেবে আল-হিলাল কোচ জর্জ জেসুসের নাম আলোচনায় আছে। এর আগে ব্রাজিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, তবে সফল হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেওয়া নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায়।
দরিভাল ,ব্রাজিল, বিশ্বকাপ বাছাই।