মাদারগঞ্জের শতদল সমবায় সমিতির পরিচালক আব্দুল বাসেদকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মাদারগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, শতদল সমবায় সমিতির পরিচালকেরা প্রায় ৩৫ হাজার গ্রাহকের টাকা আত্মসাৎ করে মাসখানেক ধরে আত্মগোপনে ছিলেন।