বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাত ১০টার পরপরই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।
এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদও তামিমের খোঁজখবর নিতে হাসপাতালে যান। তামিমকে দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা জানান, তার শারীরিক অবস্থা নিয়ে সবাই আশাবাদী। তিনি বলেন, “তামিমের মানসিক শক্তি অনেক ভালো লেগেছে। পরিবারের সঙ্গেও কথা হয়েছে, তারা এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।”
এর আগে, রাত ৮টা ৩৭ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তামিমকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং তাকে সিসিইউতে রাখা হয়েছে। সাভারের হাসপাতালের মতো এখানেও ভিড় করেছেন তার সমর্থকরা।
এদিকে, ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে আসেন। পরে সাংবাদিকদের জানান, তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম গন্তব্য হবে ব্যাংকক, আর তার সঙ্গী হবেন তিনিও।