বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত ডিআইজি এবং ১৭ জন পুলিশ সুপারসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র্যাবের পরিচালক হিসেবে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খানকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।