শহীদ আবু সাঈদের পরিবারের পাশে সেনাবাহিনী
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ সাঈদের বাবার হাতে সহায়তার চেক তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন নিরস্ত্র আবু সাঈদ। তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
আইএসপিআর আরও জানায়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর শহীদ সাঈদের বাবা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে রংপুর থেকে সিএমএইচ, ঢাকায় আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
পরবর্তীতে ২৩ মার্চ, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সেনাবাহিনীপ্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।