তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ালেও বাঁচার লড়াইয়ে টিকে থাকতে চতুর্থ ম্যাচে জিততেই হতো পাকিস্তানকে। তবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সালমান আলি আগার দল। ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচ সিরিজ খুইয়েছে সফরকারীরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের বড় পুঁজি গড়ে। দলীয় প্রচেষ্টার ফসল ছিল এই স্কোর। মাত্র ২০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। টিম সেইফার্টের ব্যাট থেকে আসে ২২ বলে ৪৪ রান। এছাড়া ড্যারেল মিচেল ২৯ ও মার্ক চ্যাপম্যান ২৪ রান করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। পুরো দল ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। সফরকারীদের হয়ে কেবল আব্দুল সামাদ ও ইরফান খান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সামাদ ৩০ বলে ৪৪ ও ইরফান ১৬ বলে ২৪ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। জাকারি ফোকস ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২২০/৬ (২০ ওভার) – অ্যালেন ৫০, ব্রেসওয়েল ৪৬*, সেইফার্ট ৪৪; রউফ ৩/২৭
পাকিস্তান: ১০৫/১০ (১৬.২ ওভার) – সামাদ ৪৪, ইরফান ২৪; ডাফি ৪/২০
ফল: নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী