মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনের দ্বন্দ্বের জেরে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাত ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন জানান, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক এবং আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তবে এই কমিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নেতৃত্বে আসা ব্যক্তিরা আওয়ামীপন্থি এবং তাদের টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে।
এ নিয়ে দলীয় কোন্দল তীব্র হয়। এরই জেরে রোববার রাত ৮টার দিকে শাকিল মুন্সি দলীয় সভায় যোগ দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মাদারীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
/আমারদেশ