বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সকল খাতে নতুন ঋণ মঞ্জুর বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, সিআইবি রিপোর্ট যাচাই ব্যতীত ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক একাধিক ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করতে পারেন, যা সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষে জানা সম্ভব হয় না। এর ফলে খেলাপি ঋণের ঝুঁকি বাড়ছে। তাই ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়নের জন্য প্রতিটি ঋণ অনুমোদনের আগে সিআইবি রিপোর্ট যাচাই করা প্রয়োজন।
বর্তমানে ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভারের মাধ্যমে সহজেই ঋণ আবেদনকারীদের সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে। এতে ঋণ আবেদনকারীর আর্থিক অবস্থার সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে, যা ঋণ পুনঃপ্রদানের সম্ভাবনা বিশ্লেষণে সহায়ক ভূমিকা রাখবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষি ও পল্লি ঋণের আওতায় যেকোনো পরিমাণের নতুন ঋণ অনুমোদন বা পুরাতন ঋণ নবায়নের পূর্বে সিআইবি রিপোর্ট যাচাই বাধ্যতামূলকভাবে করতে হবে। এটি ব্যাংকগুলোর ঋণ ঝুঁকি কমাবে এবং দেশের সামগ্রিক ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করবে।