ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক চলতি বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিভিন্ন ষড়যন্ত্রের সুযোগ সৃষ্টি করছে। তাই দেশের জনগণের কল্যাণে অবিলম্বে একটি নির্বাচন দেওয়া প্রয়োজন।
রোববার মোহাম্মদপুর থানা ৩৪, ২৯, ৩১ এবং শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক আরও বলেন, গত ছয় মাসে দেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েই চলেছে, যা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। জনগণের সেবা নিশ্চিত করতে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।