যুক্তরাষ্ট্রে গত বছর নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার (২১ মার্চ) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে শান্তি আলোচনা এগিয়ে নিতে সম্প্রতি মস্কো সফর করেন উইটকফ এবং পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, পুতিন তাকে এক ঘটনার কথা বলেন—ট্রাম্পের ওপর হামলার পর তিনি স্থানীয় গির্জায় যান, ধর্মগুরুর সঙ্গে দেখা করেন এবং তার জন্য প্রার্থনা করেন।
উইটকফের ভাষ্য অনুযায়ী, এটি কেবল ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কারণে নয়, বরং তাদের ব্যক্তিগত বন্ধুত্বের কারণে পুতিন এমনটা করেছিলেন।
নির্বাচনী সমাবেশে ট্রাম্প খুব অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বক্তৃতা দেওয়ার সময় তার ডান কানে গুলি লাগে।
উইটকফ আরও জানান, পুতিন একজন খ্যাতনামা রুশ শিল্পীকে দিয়ে ট্রাম্পের একটি প্রতিকৃতি আঁকানোর নির্দেশ দিয়েছিলেন এবং সেটি ট্রাম্পের কাছে পৌঁছে দিতে তার হাতে তুলে দেন।
পুতিনের এসব উদ্যোগের কথা জানার পর ট্রাম্প বেশ মুগ্ধ হন বলে জানান উইটকফ।
ইউক্রেন সংঘাত প্রসঙ্গে উইটকফ বলেন, “আমি পুতিনকে খারাপ ব্যক্তি মনে করি না। যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট বেশ জটিল।”
তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইল