পিরোজপুর সদরে নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পৌরসভার কাছে নির্মাণাধীন মডেল মসজিদে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হামলা চালায়। তারা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুরের পাশাপাশি নির্মাণ কার্যালয়ে ঢুকে পাঁচ লাখ টাকা লুট করে এবং সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবারের হামলায় স্টাফদের থাকার জায়গা ধ্বংসের পাশাপাশি অফিস থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলার পরপরই শহরের বলেশ্বর সেতুর টোল ঘরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।