ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বর্ষা জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করার পর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার হাতে এখন কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করতেই কিছু সময় লাগবে। এরপর আর কোনো নতুন সিনেমায় কাজ করব না।”
কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে বর্ষা বলেন, “আমি খুব বাস্তববাদী। নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, এরপর আর মানানসই নয়। আমার ক্ষেত্রেও তাই মনে হয়েছে। তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর বড় ছেলে কিশোর হবে। তখন যদি সে দেখে যে তার মা সিনেমার নায়িকা, সেটি কেমন দেখাবে? এসব ভেবেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্ষার এই সিদ্ধান্তে তার স্বামী ও জনপ্রিয় অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলের কোনো আপত্তি নেই বলেই বোঝা গেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তবুও সে নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছে।”
বর্ষার এই সিদ্ধান্তে চলচ্চিত্র জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ভক্তরা তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।