বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন তুমব্রুর উলুবুনিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও নুর হোসেন।
শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় কাঁটাতারের পাশেই এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর নুর হোসেন সামান্য আহত হয়েছেন।
আহতদের পরিবার জানিয়েছে, রাতে ধানক্ষেতে পানি দিতে গিয়েছিলেন জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়, যার একটি জাহাঙ্গীরের বাম পায়ে লাগে।
তবে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, তারা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সীমান্ত পেরিয়ে পণ্য দেওয়া-নেওয়ার সময় মিয়ানমারের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, মিয়ানমারের ভেতরে প্রবেশের চেষ্টার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আহতরা আদৌ কোনো চোরাচালানের সঙ্গে জড়িত কি না, সেটিও যাচাই করা হচ্ছে।