সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমানের ছেলে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি জানান।
নাসের রহমান লিখেছেন, “গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সর্বনিম্ন ৮০% মানুষ এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেবে। এতে বর্তমান সরকারের ওপর কোনো দায়ও থাকবে না।”
তিনি আরও বলেন, “যদি কখনো মানুষের রুচির দুর্ভিক্ষে আওয়ামী লীগ আবার রাজনীতিতে সুযোগ পায়, তাহলে পুনরায় গণভোটের আয়োজন করা হোক। এতে প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠবে। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। কোনো সুস্থ, বিবেকবান ও সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ এই দলকে সমর্থন করতে পারে না।”
আওয়ামী লীগের দুর্নীতির প্রসঙ্গ টেনে নাসের রহমান বলেন, “দুর্নীতির মাধ্যমে তারা যে সম্পদ অর্জন করেছে এবং বিদেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, তা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হোক। যদি বিদেশ থেকে সেই টাকা ফেরত আনা সম্ভব না হয়, তাহলে দেশে তাদের所有 সম্পত্তি, বাড়ি, গাড়ি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হোক।”
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।