ফেসবুক ব্যবহার করার সময় অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে আমাদের কারও সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে, আপনি চাইলে কাউকে আনফ্রেন্ড বা ব্লক করতে পারেন।
✅ আনফ্রেন্ড করলে:
ওই ব্যক্তি আপনার বন্ধুর তালিকা থেকে বাদ যাবে।
আপনি তার পোস্ট ও আপডেট দেখতে পারবেন না।
সে আপনার পোস্টও দেখতে পারবে না, তবে পাবলিক পোস্ট দেখতে পারবে।
✅ ব্লক করলে:
দুজনের প্রোফাইল একে অপরের জন্য অদৃশ্য হয়ে যাবে।
কেউ কারও পোস্ট, ছবি, বা আপডেট দেখতে পারবে না।
চ্যাট বা মেসেঞ্জারেও যোগাযোগ করা যাবে না।
—
ফেসবুকে যেভাবে কাউকে আনফ্রেন্ড করবেন
১️⃣ ফেসবুক অ্যাপ চালু করুন।
২️⃣ ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকন) এ ট্যাপ করুন।
3️⃣ ‘Your Friends’ অপশনে যান।
4️⃣ তালিকা থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম খুঁজুন।
যদি তালিকা বড় হয়, তবে সার্চ বারে নাম লিখে খুঁজতে পারেন।
5️⃣ কাঙ্ক্ষিত বন্ধুর নামের পাশে থাকা তিন ডট (⋮) আইকনে ট্যাপ করুন।
6️⃣ ‘Unfriend’ অপশনে ট্যাপ করুন।
7️⃣ নিশ্চিত করতে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।
—
ফেসবুকে যেভাবে কাউকে ব্লক করবেন
১️⃣ ফেসবুক অ্যাপ চালু করুন।
২️⃣ ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকন) এ ট্যাপ করুন।
3️⃣ ‘Your Friends’ অপশনে যান।
4️⃣ তালিকা থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম খুঁজুন।
সরাসরি সার্চ বারে নাম লিখে খুঁজতে পারেন।
5️⃣ কাঙ্ক্ষিত বন্ধুর নামের পাশে থাকা তিন ডট (⋮) আইকনে ট্যাপ করুন।
6️⃣ ‘Block’ অপশনে ট্যাপ করুন।
7️⃣ নিশ্চিত করতে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।
এভাবেই সহজেই আপনি ফেসবুকে অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন।