লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে গুরুতর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আশপাশের হাজারো বাড়িতেও।
বৈদ্যুতিক সরবরাহ ব্যাহত
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম লন্ডনের হেইস এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগুনের ফলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হয়েছে, যার কারণে কর্তৃপক্ষ পুরোদিন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিমানবন্দরের বিবৃতি
হিথ্রো বিমানবন্দর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”
বিমানবন্দরের একজন মুখপাত্র আরও জানিয়েছেন, “অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে বিদ্যুৎ কখন পুনরায় সচল হবে, তা নিশ্চিত নয়। পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হচ্ছে।”
ক্ষয়ক্ষতি ও উদ্ধার অভিযান
অগ্নিকাণ্ডের কারণে আশপাশের হাজারো বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রায় ১৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি দমকল ইঞ্জিন ও প্রায় ৭০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিমানবন্দরে কার্যক্রম স্থগিত হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে এবং যাত্রীদের নিয়মিত আপডেট পেতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।