২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। রাজধানী ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, যিনি অন্তিম মুহূর্তে জয়সূচক গোল করে দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। মাত্র ছয় মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায়। কলম্বিয়ার ডি-বক্সে ফাউলের শিকার হলে ব্রাজিল পায় পেনাল্টি, আর সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। চলতি ক্লাব মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরওয়ার্ডের গোলেই উল্লাসে মেতে ওঠে ব্রাজিল শিবির।
তবে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি কলম্বিয়া। ৪১তম মিনিটে লুইস দিয়াসের গোলের মাধ্যমে সমতায় ফেরে সফরকারীরা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে এবং দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কেউই আর গোলের দেখা পায়নি।
যোগ করা সময়ের খেলাও প্রায় শেষের পথে ছিল, যখন ব্রাজিলের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে দূরপাল্লার এক দারুণ শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার, যা নিশ্চিত করে স্বাগতিকদের জয়।
পয়েন্ট টেবিলে এগিয়ে ব্রাজিল
এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে নেমে গেছে উরুগুয়ে। অন্যদিকে, ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া।
শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, যারা ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে।