মালয়েশিয়ায় প্রবেশের সময় ৩৬ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। একই দিনে নয়জন পাকিস্তানিকেও আটক করা হয়।
এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দরের একটি প্রবেশপথে অভিযান চালিয়ে ১১৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ বাংলাদেশি ও ৯ পাকিস্তানি নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন, যার ফলে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এ ঘটনার একদিন আগেই আরও ১৫ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। তারা ক্রিকেটার সেজে কুয়ালালামপুর বিমানবন্দরে নামার পর, সন্দেহের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলে কাগজপত্র দেখান। তবে যাচাই করে দেখা যায়, উল্লিখিত সময়ে পেনাংয়ে কোনো ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন নেই, এবং তাদের কাগজপত্রও ভুয়া।
পরবর্তীতে একেপিএস তাদের আটক করে এবং মালয়েশিয়ার একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।