রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, এক নারী সাংবাদিক থানায় অভিযোগ করেন যে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী তথ্য পরে জানানো হবে।