জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিযবুল্লাহ (আরেফিন) নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া তরুণদের নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পথে এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এই নতুন দল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এই ব-দ্বীপের সামাজিক চুক্তিগুলো পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা হবে।
হিযবুল্লাহর মতে, বর্তমানে রাজনীতিতে চাঁদাবাজি ও দুর্নীতিনির্ভর যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, তা পরিবর্তন করা হবে। রাজনৈতিক সংস্কৃতিতে পেশিশক্তির ওপর নির্ভরতার পরিবর্তে সম্মান ও অংশীদারিত্বের ভিত্তিতে রাজনীতি গড়ে তোলা হবে। পাশাপাশি, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চাকে সক্রিয় রাখা হবে।
তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়া হবে। পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই এবং দেশের নাগরিকদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই নতুন দলের অন্যতম প্রধান লক্ষ্য হবে।
নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও এই দলের মূল আদর্শের অংশ হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশকে নারীদের জন্য শান্তি ও নিরাপত্তার রাষ্ট্রে পরিণত করাই হবে তাদের অন্যতম রাজনৈতিক প্রতিশ্রুতি। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বস্তরে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।