ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরবাসীর জন্য প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও ইকো পার্কসমূহ সংরক্ষণ এবং দখলমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) গুলশান নগরভবনে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই উদ্যোগের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান। বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) অনুযায়ী, এসব উন্মুক্ত স্থান নগরবাসীর বিনোদন ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা পার্ক ও খেলার মাঠ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীবাসীকে আরও সবুজ ও নির্মল পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে ডিএনসিসি।