সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে বিদ্যমান শূন্যপদগুলো দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
প্রেস সচিব জানান, ওই দিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে, যা সরকারের বিভিন্ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য দ্রুত পূরণ করা জরুরি। এজন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।