সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুট হওয়া মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৫) এবং একই এলাকার মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।
পুলিশ জানায়, ৯ মার্চ রাতে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতরা ইট-পাটকেল নিক্ষেপ করে। চালক গাড়ি থামালে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছয়টি মোবাইল ফোন ও ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ঘটনার পরপরই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল জানান, তদন্তের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে চার আসামিকেই জেলহাজতে পাঠানো হয়েছে।