জার্মানির ভিসার জন্য প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অপেক্ষায় রয়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে এসব শিক্ষার্থী ভিসার আবেদন করেছেন।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এ তথ্য জানান।
রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০,৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০,৬৩৫ জন, তৃতীয় প্রান্তিকে ১৬,৪৬৯ জন এবং শেষ প্রান্তিকে ১৪,৪৭৬ জন শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ৮,৭৬২টি। সব মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯,৮৮০।