বিকেএসপির তিন নম্বর মাঠে দুপুরের গরমে কিছু দর্শক দাঁড়িয়ে তামিম ইকবালের ব্যাটিং উপভোগ করছিলেন। এক সময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা এক দর্শক বললেন, ‘আজকেও (গতকাল) তামিম একটা সেঞ্চুরি করুক’। সেন্টার উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ব্যাটিং করা তামিম দর্শকের এই মন্তব্য শোনেননি, কিন্তু তার চাওয়াটা পূর্ণ করেছেন। মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল ২৪তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় উপহার দেন। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে তিনি মোহামেডানকে জয় এনে দেন।
মোহামেডান যখন আগে ব্যাটিংয়ে নামে, ব্রাদার্স ইউনিয়নের বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল। তাইজুল ইসলাম এবং আবু হায়দার রনি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। এর ফলে, ব্রাদার্স ইউনিয়ন মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায়। তাইজুল ইসলাম ৩১ রানে ৪ উইকেট এবং রনি ২৪ রানে ৩ উইকেট নেন। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে।
১৮৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান ওপেনিংয়ে পরিবর্তন আনে। রনি তালুকদারের বদলে মেহেদি হাসান মিরাজ তামিমের সঙ্গী হন। তবে মিরাজ প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান। এরপর আর কোনো উইকেট হারায়নি মোহামেডান। তামিম এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে দলকে জয় এনে দেন। তামিম ৯৫ বলে অপরাজিত ১০৫ রান করেন, এবং অঙ্কন ৯৬ বলে ৭৫ রান করেন।
অপরদিকে, বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচটি ছিল জমজমাট হওয়ার কথা। কিন্তু রূপগঞ্জের পার্ট-টাইম স্পিনার সাইফ হাসানের বোলিং তোপে প্রাইম ব্যাংক মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ওপেনার নাঈম শেখ। সাইফ হাসান ৩৭ রানে ৪ উইকেট তুলে নেন। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম ৪৯ বলে ৬৮ রান এবং সৌম্য সরকার ৪০ বলে ৫০ রান করেন। ফলে, রূপগঞ্জ ২৩.২ ওভারে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে।