সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরাম-সিলেটের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, “নারী নির্যাতনের জন্য বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতিই দায়ী। অপরাধ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে।”
বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর দরগামহল্লাস্থ একটি হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম-সিলেটের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী এসব কথা বলেন। তিনি আরও বলেন,
“সম্প্রতি দেশে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সামাজিক অবক্ষয়ের ফলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে। এর পেছনে একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত।”
তিনি আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান করা হলেও, তা কার্যকর করার কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথিদের বক্তব্য
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক প্রফেসর ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তাহসিন শারমিন তামান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
অন্যান্য বক্তারা
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন
এপিপি এডভোকেট মোবারক হোসেন
অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ
ডা. জামিল আহমদ
জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা
জলি পুরকায়স্থ
জান্নাত জামান চৌধুরী
মো. সোলেমান খান মিন্টন
মো. নাজমুল হক
মাহবুব আলম
মাহবুব শেখ
শফিউল আলম
মোবারক হোসেন তুহিন
প্রতিবাদ সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার আহ্বান জানান।