বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। এসব ব্যাংক হলো— মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি)। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকরা বিভিন্ন কারণে পলাতক থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন, তা বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
পলাতক চেয়ারম্যানরা
মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আর ব্যাংকের বোর্ড সভায় অংশ নেননি। বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় তাকে অনলাইনে বোর্ড সভায় যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। তিনিও সরকার পরিবর্তনের পর থেকে পলাতক রয়েছেন।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস এম পারভেজ তমাল। তার বিরুদ্ধে অর্থপাচার, ঋণ অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি গত সরকারের আমলে ব্যাংকের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন দেশে থাকলেও পরে তিনি বিদেশে পালিয়ে যান।
নতুন চেয়ারম্যান নিয়োগ
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে আলী হোসেন প্রধানিয়াকে নিয়োগ দিয়েছে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তবে এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংকে এখনও কোনো নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ পর্যন্ত মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে কঠোর নজরদারির অংশ হিসেবে দেখা হচ্ছে।