বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত ও লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। শিক্ষাঙ্গনকে জ্ঞান ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, যাতে এখান থেকে চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হয়।
বুধবার রাজধানীর হোটেল জোনাকির কনফারেন্স হলে বিশিষ্টজনদের সম্মানে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নতুন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন’
জামায়াত আমির বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে জাতি মুক্তি ও স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২০২৪ সালের আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন জন্ম নিয়েছে। আমরা অভিভাবক হিসেবে চাই, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে এবং এখান থেকে দেশপ্রেমিক ও চরিত্রবান নাগরিক বের হয়ে আসে।”
‘পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে’
তিনি আরও বলেন, “এই অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবির বহু প্রিয় সঙ্গীকে হারিয়েছে। অনেক মেধাবী ছাত্র বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলন, যেটাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলা হচ্ছে, সেই সময় আমাদের সন্তান ও সহকর্মীদের চোখের সামনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।”
তিনি নিহতদের জন্য আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হওয়ার প্রার্থনা করেন এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন।