দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন অনেকটাই সুস্থ। এদিকে, তার ভক্তদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি জানিয়েছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন।
‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামের এই গানটি তাদের প্রথম অডিও ডুয়েট গান। গানের কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসাইন টুটুল। মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর লেখেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। এই দ্বৈত কণ্ঠের গানটিতে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা।”
তিনি আরও বলেন, **“বাংলা সিনেমায় আমরা একসঙ্গে বেশ কিছু গান গাইলেও অডিও গানে এটি আমাদের প্রথম কাজ। সাবিনা আপার গায়কী এখনো অতুলনীয় ও হৃদয়ছোঁয়া