২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি চালানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে, তার ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ট্র্যাক করে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
ক্ষমতায় থাকাকালীন বিলাসী জীবনযাপন করা এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ঘনিষ্ঠতার গুঞ্জন ছিল বহুদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে ছবি ভাইরাল হওয়াও ছিল নিয়মিত ঘটনা। যদিও সে সময় প্রকাশ্যে এ নিয়ে কেউ কথা বলার সাহস করতো না। তবে ক্ষমতা হারানোর পর তার নানা গোপন তথ্য একের পর এক ফাঁস হতে শুরু করেছে।
সবশেষ ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে তার ব্যবহৃত নম্বরের সর্বশেষ ফোন লোকেশন পাওয়া যায় রাজধানীর মোহাম্মদপুরে। এবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার একটি কললিস্টও। ওই কললিস্ট বিশ্লেষণে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে অসংখ্য নম্বরে যোগাযোগ করেছেন তিনি। তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকা ও মডেলের নাম, যার মধ্যে রয়েছেন কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ আরও অনেকে। পাশাপাশি, রাজনীতির সাথে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গেও তার ফোনালাপের তথ্য প্রকাশ পেয়েছে।
সাংবাদিক জাওয়ার নির্ঝর ফেসবুকে এক পোস্টে এই কললিস্টের একটি আংশিক কপি প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন যে, নম্বর যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে। তবে তার পর্যবেক্ষণ অনুযায়ী, ওবায়দুল কাদের ফোনে খুব বেশি কথা বলতেন না। কিন্তু তার কললিস্টে এত নায়িকা ও মডেলের নম্বর থাকার কারণ কী? তারা কি রাজনীতি বিষয়ক পরামর্শ নিতেন তার কাছ থেকে?
এদিকে, বেশ কিছুদিন ধরেই তার অবস্থান নিয়ে বিভ্রান্তি চলছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তার হদিস পাওয়া যায়নি। গুঞ্জন রয়েছে, তিনি অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তার সর্বশেষ ফোন লোকেশন মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭(২/৬)-এ শনাক্ত করা হয়েছে।
এই ভাইরাল হওয়া কললিস্ট ও অবস্থানসংক্রান্ত তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ওবায়দুল কাদেরকে ঘিরে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে, যা সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে।